মং এ খেন মংমং এর ভালবাসার কবিতা নিউজ৭১অনলাইন(ঢাকা) নিউজ৭১অনলাইন(ঢাকা) প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , জুন ১৫, ২০২০ বিশ্ব থেকে করোনাভাইরাস- কোভিড-১৯ বিদায় নিলে… আবার নতুন করে টিএসসির আঙিনায় বসবো লক্ষ জনতার ভীরের মাঝে শুধু তোমাকেই দেখবো । বিশ্ব থেকে করোনাভাইরাস- কোভিড-১৯ বিদায় নিলে আমাদের প্রথম দেখা সেই দিনের মত আবার নতুন করে নতুন পরিচয় হবো। বিশ্ব থেকে করোনাভাইরাস- কোভিড-১৯ বিদায় নিলে ঢাবির জগন্নাথ হলে রাত জেগে ভরা পূর্ণিমা দেখবো তোমার জন্য রোজ একটি করে নতুন কবিতা লিখবো। বিশ্ব থেকে করোনাভাইরাস- কোভিড-১৯ বিদায় নিলে সন্ধ্যায় রূপালির আলোতে নতুন করে মানবতার স্বপ্ন দেখবো আবার নীরব কোন গান লিখে তোমাকেই প্রথম শোনাবো। উৎসর্গ: ভালবাসার সাগর কন্যা হ্লামে’কে শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=4203&preview=truehttps://news71online.com/archives/4203