মুখোশের আড়ালে মুখ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ , জুন ৭, ২০২০

— অনিন্দ্য টিটো

চারিদিকে এথন মুখ ও মুখোশের গল্প—
মুখোশে আড়াল করে মুখ
সাজায় অচেনা পথে
এই কোন আগামির রূপকল্প?

মুখোশের মুখগুলো আড়াল করছে কী!
হৃদয়ের প্রেম নাকি বর্বর নিঠুরতা;
নাকি গোপন গল্প কোনো লুকোচুরির
নাকি জন্ম-জরা-মৃত্যু? নাকি নিরবতা!

মুখোশ কি বোঝে আলিঙনের প্রেম?
লিখে বিরহ-মিলনের অজর কবিতা!
ক্যানভাসে আঁকে সবুজের ভালবাসা
ফুল-পাখি-নদী, বনের বৃক্ষলতা।

মানুষ যেদিন ছুঁয়েছে অপ্রেমের হাত
পুড়েছে পতঙ্গ হয়ে লোভের আগুনে
মুখোশের আড়ালে মুখ ডুবেছে সেদিন
অমানিশা খেয়েছে গিলে প্রেমিক চাঁদ!

তবুও এখন মুখোশের চাহিদা তুঙ্গে—
জীবনের অঙ্করা সিঁড়ি ভাঙ্গে চোরাপথে;
দুর্বোধ্য থেকে যাবে রহস্যের অঙ্গে
দুর্গন্ধ মুখের মুখোশের ওই ভাষা।
• জুন ৭, ২০২০।

Loading