হাওরের পরিবেশ প্রতিবেশ ও সম্পদ রক্ষায় নেত্রকোণায় মতবিনিময় সভা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , আগস্ট ২৭, ২০২০

নেত্রকোণায় হাওর উপজেলায় পরিবেশ প্রতিবেশ ও সম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘জনউদ্যোগ’ নামে একটি বেসরকারী সংস্থা  নেত্রকোণা জেলা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে এই মতবিনিময় সভার আয়োজন করে।

সংগঠনের আহবায়ক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের ফেলো শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

অন্যদের মধ্যে মতামত তুলে ধরেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন ফোরামের আহবায়ক মো: ইকবাল হোসেন, সাংবাদিক সঞ্জয় সরকার ও মহসিন মিয়া।

মতবিনিময় সভায় কামরুজ্জামান চৌধুরীর বলেন, জলবাযু পরিবর্তনের কারণে হাওরের জীববৈচিত্র্য হুমকীর মুখে। খরা, বন্যা হাওরবাসীর এখন নিত্যসঙ্গী। কাজ হারিয়ে মানুষ এলাকা ছাড়ছে। হাওর উন্নয়নে লাগসই প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দেন তিনি।

Loading