মনের রাগটা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , আগস্ট ২৬, ২০২০ দেশলাই বারুদের মত খস খস করে উঠে আমার মনের রাগটা, মনে হয়, জ্বলে উঠছি এখন হঠাৎ আচমকিত তোমার মায়াময় চেহরা অপরূপ চোখের চাহনিতে ভূলে যায়, আমার দেশলাই বারুদের খস খস প্রজ্জলিত রাগটা। ক্ষণ কালের জন্য ধপ করে নিভে যায় যত রাগ, যত বেদনার সুর। প্রিয়তমা, কাছে এসে মুচকি হাসি দিয়ে আলতো চোখে প্রশ্ন কাতারে ,সমাধান দিয়ে নিবির ভাবে কাছে টেনে , বলে উঠে ভূলে যাও, তোমার যত বেদনা ও মনের রাগটা, নিমিশে ভূলে যাই ,তখন আমার মনের রাগটা। নবীন চৌধুরী সাংবাদিক ও লেখক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: