বড়াইগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ , আগস্ট ২১, ২০২০ নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে জাবেদ আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কুণ্ডুরভাটা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাবেদ আলী মেহেরপুর জেলার ঝাউগাড়িয়া এলাকার মৃত কবির খানের ছেলে।নিহত ব্যক্তির ছেলে শরিফ হাসান জানান, তার বাবা জাবেদ আলী অবসরের পর দু’টি ট্রাক কিনে তা দেখভাল করছিলেন। ওই ট্রাকে করে বাড়ি থেকে ঢাকায় মালামাল পরিবহন করা হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তার বাবা জানান যে, তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছেন। এরপর সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কান দিয়ে রক্ত ঝড়ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। শেয়ার সারা দেশ বিষয়: