মুন্সিগঞ্জে আরও ২৩ জনের করোনা শনাক্ত, মোট ২৯৯৯ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ , আগস্ট ১৯, ২০২০ মুন্সিগঞ্জে মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৯৯৯ জনের করোনা শনাক্ত হলো। এদিন নতুন ১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা জয়ীর সংখ্যা ২ হাজার ৫৪৩। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন কোনো মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৬৩ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন, সিরাজদিখানে ৯, লৌহজং উপজেলায় দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, জেলায় ১৩ হাজার ৯০২টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৬৬৬টি। শেয়ার ঢাকা বিষয়: