চট্টগ্রামে ভোজ্য তেলের কারখানা সিলগালা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ , আগস্ট ৯, ২০২০ অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে নগরীর মোহরায় একটি কারখানা সিলগালা করা হয়েছে। জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে সাকসেস অয়েল নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। উমর ফারুক বলেন, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানায় উপযুক্ত ল্যাব, কেমিস্ট নেই। তাদের নবান্ন নামের মোড়ক রুপচাঁদা সয়াবিন তেলের নকল। এমনকি এস আলম এডিবল অয়েল ও পতেঙ্গার ভিওটিটি অয়েল কোম্পানির তেল নিজেদের নামে বাজারজাত করে আসছে যদিও তাদের মধ্যে কোন চুক্তি নেই। শেয়ার চট্টগ্রাম বিষয়: