প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিদ্যা বালান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ , মে ২৭, ২০২০ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ইতোমধ্যে নানামুখী অভিনয় দক্ষতায় দর্শকদের হৃদয় কেড়েছেন তিনি। এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন বিদ্যা। এর নাম ‘নটখট’। বুধবার (২৭ মে) প্রকাশ্যে এসেছে ‘নটখট’ এর প্রথম পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, মাথায় ঘোমটা, গলায় মঙ্গলসূত্র আর পড়নে শাড়ি। চোখ মুখে বিশাদের ছাপ। সামনে বসে থাকা শিশুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, একটি গল্প শুনবেন। আমার শর্টফিল্মের প্রথম পোস্টার। এর অভিনেত্রী এবং প্রযোজক দুই ভূমিকাতেই আমি রয়েছি। অভিনেত্রীর শেয়ার করা পোস্টারের প্রশংসা করেছেন একতা কাপুর, দিয়া মির্জা, আদিতি রাও হায়দারি সহ অনেকেই। এ প্রসঙ্গে বিদ্যা বালান বলেন, এর গল্প দারুণ। দর্শকদের মন ছুয়ে যাবে। গল্পটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এটি প্রযোজনারও সিদ্ধান্ত নিই আমি। নারীকেন্দ্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন অনুকম্পা হর্ষ এবং শান ব্যাস। বিদ্যার পাশাপাশি এর সহকারী প্রযোজক হিসাবে রয়েছেন রনি স্ত্রুওয়ালা। শেয়ার বিনোদন বিষয়: