নেত্রকোণায় ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ , জুলাই ৩০, ২০২০

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ৩০ জুলাই সকাল ১১ টায় নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত বিজয়পুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা ত্রিনালী মোড়ে ২৫০টি পরিবার এবং নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকা লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০টি পরিবারসহ মোট ৫০০টি সীমান্তবর্তী কর্মহীন, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এবং উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ, এইসি। এছাড়াও সীমান্ত এলাকায় বসবাসরকারী হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অর্থ দ্বারা বিজয়পুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকার কালু হাজং কে ক্ষুদ্র চা দোকান পরিচালনার জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মুল্যমানের বিভিন্ন মালামাল প্রদান করা হয়।

Loading