আশুলিয়া স্কুল মাঠে কাঁচা বাজার বন্ধের নির্দেশ দিলেন মঞ্জুরুল আলম রাজীব

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২০

আজ শুক্রবার বিকেলে সাভার উপজেলার অন্তরগর্ত আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জোর পূর্বক আশুলিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বসাতে বাধ্য করায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম রাজিব সরেজমিনে স্কুল এবং মাঠ পরিদর্শনে যান এসময় বাজার হওয়ার কারণে মাছ মাংস এবং কাঁচা বাজার বসানোর কারণে মাঠের ব্যাপক ক্ষতি প্রদর্ক করে বিস্ময় প্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং অতি দ্রুত স্কুল ভবনের বারান্দায় ও মাঠ থেকে এই কাঁচা বাজার উচ্ছেদের ব্যবস্থা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন এব্যাপারে তিনি তাৎ ক্ষনিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের কাছে বাস্তব চিত্র তুলে ধরলে প্রতিমন্ত্রী মহাদয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্কুল ভবন ও মাঠ থেকে অবৈধ কাঁচা বাজার উচ্চেদ করার জন্য আশুলিয়া সহকারী কমিশনার (ভূমিকে) নির্দেশ দেন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
উল্লেখ্য স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার সাইদুর রহমান সম্রাট নামের এক স্থানীয় যুবক জোর পূর্বক বাজারের নিজ দোকান থেকে সড়ে এসে এখানে দোকান বসাতে বাধ্য করেন এবং প্রতিদিন আমাদের কাছ থেকে অবৈধ ও অন্যায় ভাবে মোটা অংকের চাঁদা তোলেন। এসময় তারা সাইদুর রহমান সম্রাটের কঠোর শাস্তি দাবি করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও  আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর,   ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক.ইউপি সদস্য হোসেন আলী মাষ্টারসহ আরো অনেকে।

Loading