পটিয়ায় নির্বাচনী মামলায় নৌকার সমর্থকদের জামিন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২৩
চট্টগ্রাম পটিয়া – ১২ আসনে ব্যাপক উত্তেজনা
ও উৎকণ্ঠায় দিন কাটছে সাধারণ মানুষের।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা
প্রতীকে নিয়ে কাজ করছেন প্রবীন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী অপর দিকে নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনবারের এমপি সামশুল হক চৌধুরী।
গত ১৮ তারিখে থেকে প্রার্থীরা প্রচারণায় নামলে বিভিন্ন স্থানে ঘটছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনা গুলোকে কেন্দ্র করে মামলার আসামী করা হয়েছে অসংখ্য নেতা কর্মীদের।

নির্বাচনী সহিংসতা মামলায় ২৬ ডিসেম্বর
মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত,চট্টগ্রাম থেকে ঈগল প্রতীকের সমর্থকের করা মামলায় জামিন নিলেন কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, পটিয়া পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ,যুবলীগ নেতা আবু তৌহিদ, আবু জাহেদ।
তাদের ফুলেল শুভেচ্ছা জানান মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির, কাউন্সিলর গোফরানা রানা , চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপুসহ নৌকায় সমর্থিত আ. লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Loading