জিএম কাদেরকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি বলেন, হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আশ্রয়ে আনা হবে।

Loading