রাজারবাগে পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২৩ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শেয়ার জাতীয়বিষয়: