সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ডিসেম্বর ১০, ২০২৩

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগের সদ্য প্রতিষ্ঠিত মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম উদ্বোধন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা,রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহসভাপতি খন্দকার নাজমুল হকের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জুরাইন সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মারুফ বিল্লাহ যুবাইর।

বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব হাফেজ জোবায়ের হোসেন,কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাহার ছমিরমুন্সিরহাট দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হাই,মাদ্রাসার উপদেষ্টা মাওলানা মো: হোসাইন,মাদ্রাসার সাধারণ সম্পাদক জাফর উল্যাহ,সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও রেইনবো ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান ভুঁইয়া পলাশ, মাদ্রাসার প্রকৌশলী আজমত হোসেন,জোবায়ের রাফি,জহিরুল ইসলাম।

মতবিনিময়ের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে সদ্য প্রতিষ্ঠিত মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে তার রুপরেখা ও পাঠদান পদ্ধতি প্রদর্শন করা হয়।

সভাপতি সোহরাব হোসেন সুমন তার বক্তব্যে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাকে একটি আধুনিক ও যুগোপযোগী মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অতিথি বৃন্দ সদ্য ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম- ওলামা,স্থানীয় জনপ্রতিনিধি,অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

Loading