নোয়াখালীতে চোরাইকৃত প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , নভেম্বর ৪, ২০২৩

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টার

নোয়াখালী সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকার স্বর্ণ উদ্ধার সহ ৪ জনকে আটক করেছে সোনাইমুড়ী মডেল থানার পুলিশ।

জানা গেছে,সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গতকাল ৩ই নভেম্বর শুক্রবার রাতে

এস,আই মোঃ বাছির উদ্দিন (নি:)সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে,সোনাইমুড়ী থানার মামলা নং-৩ তাং-০৩/১১/২৩ইং,ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০ এর আলোকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের দক্ষিন শাকতলা মিয়া বক্স ব্যপারী বাড়ির,মৃত নুরুল হকের ছেলে জাকির (৩৫)একেই এলাকার মোজাফফর আলী জমাদার বাড়ীর,নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০)এবং পাঁচবাড়িয়া(নোয়াবাড়ীর)মো.জসিম উদ্দিনের ছেলে,হৃদয় (২০),১নং জয়াগ ইউনিয়ন পরিষদের ভাওরকোট(স্বর্ণকার-বাড়ীর)মো.সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ আলম(২৮)সহ মোট ৪ জন সয়ংক্রীয় চোর সদস্যকে আটক করেন।

এ সময় চোর সদস্যদের কাছ থেকে

০২ ভরি ১৫ আনা ওজনের ০১ টি ঢালাই স্বর্ণখন্ড(গলানো)যাহার মূল্য প্রায় ২,৯০,০০০/- টাকা উদ্ধার পুলিশ। এ বিষয়ে সোনাইমুড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,

আটককৃত চুরির সাথে জড়িত সয়ংক্রীয় চোর সদস্যদের ৪ ঠা নভেম্বর শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

Loading