বাইডেনের ভুয়া উপদেষ্টাকে গ্রেপ্তার করা উচিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ , অক্টোবর ২৯, ২০২৩ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বাংলাদেশে সহিংসতায় আহ্বান জানানো ব্যক্তি ভুয়া। সহিংসতায় আহ্বান জানানোর জন্য তাকে গ্রেপ্তার করা উচিত।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।তিনি আরো বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের অনুতপ্ত হওয়া উচিত।এর আগে গতকাল বিএনপির কার্যালয়ে বাইডেনের উপদেষ্টা পরিচয়ে ব্রিফিং করা মিয়া আরেফি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘তিনি জানার পর এ বিষয়ে খোঁজ নিতে বলেছেন।’এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, ‘তারা এ ব্যক্তিকে চেনে না।’ মোমেন বলেন, বাইডেন এত আহাম্মক না যে এমন লোককে পাঠাবেন।’ শেয়ার জাতীয়বিষয়: