বৃষ্টির আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ , অক্টোবর ১৭, ২০২৩ মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ২০ থেকে ২৪ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ ছাড়া ১৮ এবং ১৯ অক্টোবর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে। তবে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০ দশমিক ৫ মিলি মিটার। তার আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। শেয়ার জাতীয়বিষয়: