চুয়াডাঙ্গায় ৩১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , জুলাই ২০, ২০২০

চুয়াডাঙ্গায় নতুন করে এক চিকিৎসকসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন ও মারা গেছেন পাঁচজন।

আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৮ জনসহ সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গা উপজেলার তিনজন ও দামুড়হুদা উপজেলার পাঁচজন ছিলেন।

তিনি আরও জানান,  আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতিও রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ  ও নয়জন নারী রয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন এবং ১৩৮ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১৪ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫৯৬ জন।

প্রসঙ্গত, গেল ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪০০ জন নারী-পুরুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৮ জন ও মারা গেছেন পাঁচজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা  হয়েছে তিনজনকে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

Loading