শরীয়তপুরে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , জুলাই ১৮, ২০২০ গেল ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন করে আরও ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮২ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৭ জন, জাজিরা উপজেলায় ৪ জন, নড়িয়া উপজেলায় ৬ জন, ভেদরগঞ্জ উপজেলায় ২ জন, ডামুড্যা উপজেলায় ৭ জন, গোসাইরহাট উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৬ হাজার ১০২ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ। শেয়ার সারা দেশ বিষয়: