সংসদের বাজেট অধিবেশন শুরু

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , মে ৩১, ২০২৩

জাতীয় সংসদের ২০২৩ সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে।বুধবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

চলতি একাদশ জাতীয় সংসদের এটি ২৩তম অধিবেশন।এ অধিবেশনেই বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন বলে স্পিকার সংসদের বৈঠকে জানান।

বুধবার অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়।

চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।

স্পিকার ও ডেপটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তীতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলী মনোনয়নের পর স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের উপর আলোচনা হয়।

অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অংশ নেন।

Loading