আশুলিয়ায় ৫২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:২৮ পূর্বাহ্ণ , জুলাই ১৭, ২০২০

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ আমিনুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আশুলিয়ার বাইপাইল সম্ভার পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওরফে আইনুল কুমিল্লা জেলার চান্দীনা থানার উবরা চৌধুরী বাড়ী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সে বর্তমানে ঢাকার পল্লবী থানার হিরার বাড়ির ভাড়াটিয়া। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুদীপ কুমার গোপ, এসআই আসওয়াদুর রহমান ও এএসআই মাজহারুল হককে সঙ্গে নিয়ে আশুলিয়ার বাইপাইলের সম্ভার পাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ডান হাতে থাকা সাদা রঙ্গের বস্তায় রক্ষিত ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা। এসআই হারুন আরও জানান, মাদক ব্যবসায়ী আমিনুল দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে ফেনসিডিল বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Loading