আশুলিয়ার কাঠগড়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , মার্চ ২৩, ২০২৩

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে আশুলিয়া সদর ইউনিয়নের কাঠগড়া নয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই পোশাক শ্রমিকের নাম মফিজুল ইসলাম (২৪)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। বর্তমানে তিনি স্থানীয় কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী এক গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত প্রায় আড়াইটা থেকে ৩টার দিকে আমার বাড়িতে ডাকাতদল হানা দেয়। প্রথমেই আমরা জানালার গ্রিল কাটার শব্দে বিষয়টি টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করি। আমাদের চিৎকারে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হয়ে আসে। এরপর বিকট শব্দ শুনি। পরে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুল গুলি খেয়ে মাটিতে পড়ে আছে। পরে মফিজুলকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

Loading