ইউনিক স্কুলের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , মার্চ ৪, ২০২৩

ইউনিক স্কুলের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে ।

৪ মার্চ শনিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত আশুলিয়ার বাসাইদ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক স্কুলের নবম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি ইউনিভার্সিটির কন্ট্রোলার মোঃ নজরুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার,জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি ( ফুড প্রসেসিং টেকনোলজী ) এর সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুন নাহার, ঢাকা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি ও সিটি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের এক্সাম অফিসার মোঃ আব্দুল আলীম , চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মইনুল হাসান হেলাল, দোসাইদ এ.কে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির (স্কুল শাখার) সদস্য মোঃ হযরত আলী, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দোসাইদ এ.কে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির (স্কুল শাখার) সদস্য হাজী মোশাররফ খান, নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমন, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান, আশুলিয়ার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম শাহীন ও আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব সহ আমন্ত্রিত অতিথি হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading