নেত্রকোণায় ২দিন ব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব চলছে

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২৩

নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে একাডেমি মিলনায়তনে দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলি উৎসব ২০২৩’ চলছে।

দু’দিনব্যাপী উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং।

হাজং সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, গীতিকার হাসান মতিউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

Loading