চ্যারিট সংস্হা জাষ্ট হেল্প ফাইন্ডেশন মানবতার সেবার কাজ করে যাচ্ছে

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৩

আহমেদ বকুল : ব্রিটেনের আন্তঃজাতিক চ্যারিট সংস্হা জাষ্ট হেল্প ফাইন্ডেশন দীর্ঘ ১৭ বছর যাবত বাংলাদেশে মানবতার সেবার কাজ করে যাচ্ছে। চ্যারিটি কার্যক্রমের অংশ হিসেবে হিসেবে সিলেটে প্রতিষ্টা করছে উন্নত মানের আই হইপিটাল, যেখানে সম্পুন বিনামুল্যে চক্ষু রোগীর পাশাপাশি অন্যান্য রোগের ও সেবা দেওয়া হয়। বিশেষ করে সুবিধা বন্চিত মানুষদের বিনামূল্য ছানি অপারেশন করা হয়। বিগত ২০১৪ সালে এর যাত্রা শুরু হয় এখন পরজন্ত প্রায় সাড়ে ৬ হাজার রোগীদের সেবা প্রদান করতে এই হসপিটাল। ব্রিটিশ এমপি জনাতন রেনল্ড তার বাংলাদেশ সফর উপলক্ষে সিলেট আসলে তিনি গত কাল শনিবার সন্ধা ৬টায় সিলেটের সিমার বাজার এলাকায় অবস্হিত জাষ্ট হেল্প প্রাইড রোটারী আই হসপিটাল পরিদর্শন করেন। এ সময় তিনি হসপিটাল টি ঘুরে ঘুরে দেখেন এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে নিজের চক্ষু পরিক্ষা করেন। যা উপস্হিত সবাই কে অনুপ্রিনত করেছে। তিনি দীর্ঘদিন যাবত জাষ্ট হেল্প ফাউন্ডেশনের কায্যক্রম সম্পর্কে অবহিত আছেন কারন জাষ্ট হেল্প ফাউন্ডেশন তার নির্বাচনী এলাকা মযানচেষ্টারস্ত হাইডের সংগঠন। এই সময় উপস্হিত ছিলেন ফেরদৌস আলম , এটিএম সুয়ের . মোঃ বকত মুজমাদার,নজরুল ইসলাম বাসন ও সৈয়দ এজাজ আহমেদ সব আরো অনেকে। জনাতন রেনল্ড ভুয়সি প্রশংসা করে এভাবেই তার প্রতিকৃয়া ব্যক্ত করেন । উলেখ্য আগামী ১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আই হসপিটালে ফ্রি আই ক্যাম্প ও ফাইন্ডেশনের ১৭ বছর পুর্তি অনুষ্চান হবে এতে প্রধান অতিথী হিসেবে উপস্হিত থাকবেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্হান মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি।

Loading