আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ডিসেম্বর ৮, ২০২২

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন আগামী বছর শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত জিমিং। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’

এ সময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে।

Loading