নেত্রকোণায় বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ডিসেম্বর ১, ২০২২

নেত্রকোণায় কোভিড-১৯ প্রথম, দ্বিতীয় , তৃতীয় ও বুষ্টার ডোজ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সাত দিনব্যাপী এই কার্যক্রম ১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার ( ০১ ডিসেম্বর) সকালে নেত্রকোণা পৌরসভায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার ফলেই বাংলাদেশ করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে। ভ্যাকসিন আবিষ্কারের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ভ্যাকসিন আনার জন্য সর্বাত্মক গুরুত্ব দিয়েছিলেন। এর ফলেই দেশের মানুষ ভ্যাকসিন পেয়েছে এবং এর ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে।

নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা সিভিলে সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

 

 

 

Loading