দেশে ফিরলেন রওশন এরশাদ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , নভেম্বর ২৭, ২০২২

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ প্রায় ৫ মাস পর দেশে ফিরেছেন। রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন রাজু জানান, বেগম রওশন এরশাদকে নিয়ে বিমানটি ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। নেত্রীকে শুভেচ্ছা জানাতে দলের সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য রত্মা আমিন, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মশিউর রহমান রাঁঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা বিমানবন্দরে উপস্থিত হয়েছে।

এছাড়া রুস্তম আলী ফরাজী বিমানবন্দরে এলেও অসুস্থতার কারণে জাহাঙ্গীর গেট থেকে ফিরে গেছেন।

অন্যদিকে, জি এম কাদের সমর্থিত ঢাকা মহানগরের নেতা সফিকুল ইসলাম সেন্টুও বিমানবন্দরে রওশনকে শুভেচ্ছা জানাতে গেছেন।

গত বছরের ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত বছর ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

Loading