কুবি গবেষণা সোসাইটির নবীনবরণ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২২

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)গবেষণা সোসাইটির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ই নভেম্বর) কলা অনুষদের হল রুমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সংগঠনটির মডারেটর লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া এবং মেন্টর ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সোসাইটির আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাদেক।

এ সময় গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন দীর্ঘ সময় গবেষণা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে আরো বলেন, ‘আমি চাই এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে অনেকদূর এগিয়ে যাবে। এর জন্য বাজেটসহ যা যা করা দরকার আমি তা ই করতে প্রস্তুত আছি।’

Loading