বাগাতিপাড়ায় মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০২২

নাটোর জেলার বাগাতিপাড়ায় মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ই অক্টোবর) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়ার গণমানুষের নেতা,নাটোর-১ আসনের মাননীয় এমপি শহিদুল ইসলাম বকুল, বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা।

উক্ত মেডিকেল ক্যাম্পে রেজিস্টার্ড ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা. মো. সোহানুর রহমান,ডা. সুমাইয়া আফরিন তিথি এবং ডা. আল হাসান।

আয়োজন সম্পর্কে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল বলেনঃ আমাদের নাটোরের মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টদের সেবা করার চেষ্টা দেখে আমার খুব ভালো লাগছে। বাগাতিপাড়ার মানুষ আজকে ফ্রি চিকিৎসা পাচ্ছে। এতে অনেক গরিব চিকিৎসা বঞ্চিত মানুষ চিকিৎসা পেলো। ভবিষ্যতে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’সদের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।

প্রসঙ্গত, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সাস্থ পরামর্শ, ফ্রি ব্লাড গ্রুপিং,রক্তচাপ নির্ণয় সহ অন্যান্য স্বাস্থ সেবা প্রদান করা হয়।এবং নাটোর ব্লাড ব্যাংক এর কারিগরি সহায়তায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Loading