হিজাব না পড়ায় ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সিএনএনের সাংবাদিক

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২২

হিজাব পড়ে না আসায় মার্কিন নিউজ টেলিভিশন সিএনএনের প্রখ্যাত নারী সাংবাদিক ক্রিসটেইন আমানপউরকে সাক্ষাৎকার দেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারটি নিতে গেলে তার ব্যক্তিগত কর্মকর্তা ক্রিসটেইন আমানপউরকে হিজাব পড়ে আসতে বলেন।

এতে তিনি অপমানিত বোধ করে চলে যান। এসময় তিনি বলেন, এর আগে ইরানের বাইরে দেশটির কোন প্রেসিডেন্ট সাক্ষাৎকারের জন্য তাকে হিজাব পড়ে আসতে বলেননি। খবর বিবিসির।

এ সময় রাইসির ওই ব্যক্তিগত কর্মকর্তা সিএনএনের সাংবাদিককে হিজাব নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।

হিজাব না পড়ায় মাহসা আমিনি নামে এক তরুণীকে দেশটির নৈতকতা পুলিশের হেফাজতে মারা গেছে।

হিজাব ইস্যুতে ইরানের ৮০টিরও বেশি শহরে দাঙায় এ পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন।

Loading