বাংলাদেশের সামনে বাধা এখন ভুটান

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৬, ২০২২

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে ম্যাচটি।

এই নিয়ে সাফে বিগত পাঁচটি আসরের মধ্যে চারটিতেই সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। অপরদিকে ভুটান প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বি গ্রুপের শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হয়ে শেষ চারে ওঠে দলটি। তবে ভুটনাকে হাল্কা ভাবে নিতে চায় না ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ।

ভুটানের গত দুই ম্যাচ যদি পর্যালোচনা করা হয় তবে দেখা যাবে নেপালের বিপক্ষে ভালোই প্রতিরোধের চেষ্টা করেছে তারা। শ্রীলংকার বিপক্ষে ভালো ব্যবধানে জিতেছে। শেষ সাফেও তাদেরকে গোল দিতে বাংলাদেশের বেশ কষ্ট করতে হয়েছে। সব মিলিয়ে মনে হয়, ভুটান আগের তুলনায় এখন অনেক ভালো দল। এখন শুধু দেখার অপেক্ষা।

২০১২ সালের আসরে সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ। তবে ২০১০, ২০১৪, ২০১৬ এবং সর্বশেষ ২০১৯ আসরের সেমিফাইনাল খেলেছে বাঘীনিরা। তন্মধ্যে ২০১৬ সালের আসরে ফাইনালে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা জয় করতে পারেনি তারা।

ভুটান বিষয়ে বাংলাদেশের অধিনায়ক সাবিনা বলেন, “বিদেশি কোচের অধীনে ভুটান ভালো করছে, আমরা এটা প্রশংসা করি। তবে কোনো ম্যাচকে চাপ হিসাবে নিচ্ছি না। কিন্তু আমরা প্রতিপক্ষকে শ্রদ্ধা করছি। যেহেতু তারা ভালো করছে, সেহেতু তারা সমীহ পাবার যোগ্য। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলে যাব, ম্যাচ বাই ম্যাচ আমাদের যে লক্ষ্য, সেটা মাথায় রেখেই মাঠে নামব।”

ভুটানের অধিনায়ক পেনা চোডেন বলেন, “বিগত তিন মাস ধরে আমরা অনুশীলনে আছি। নেপালে আসার পরও আমাদের অনুশীলন অব্যাহত ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে আমরা ইতিহাস গড়েছি। সাফে এটি প্রথম জয়। আমরা এতে দারুণ খুশি। এর মাধ্য্যমে আমাদের এনার্জি আরো বেড়েছে।”

এক প্রশ্নের জবাবে ভুটান অধিনায়ক বলেন, “জয়ী হতে পারলে আমরা অনুপ্রাণিত হব। আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দলের প্রায় সব খেলোয়াড়ই একাডেমি গ্রাজুয়েট। দুইএকজন ছাড়া বাকী সব খেলোয়াড়রা প্রায় ৭ বছর ধরে একত্রে রয়েছি।”

Loading