ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে ২ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২০

ময়মনসিংহ অফিস :
ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ রোববার সকালে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুরুষ চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতালে এবং একজন মহিলা হোম আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ব্যক্তি গত ২৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা গ্রামে নিলুফার বেগম (৫২) নামে মহিলা নিজ বাড়িতে আইসোলেশনে থাকাবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। আর জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯২ জন।

Loading