ধামরাইয়ের শিক্ষার্থী সোনিয়া ফলাফলে সেরা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , আগস্ট ১৩, ২০২২

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান ও আইসিটিতে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার ধামরাইয়ের মেয়ে সোনিয়া আক্তার।

সোনিয়া আক্তার উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার নজরুল ইসলাম ও মা রওশন আরার একমাত্র মেয়ে। সে বাবা মায়ের একমাত্র মেয়ে। মা গৃহিণী, বাবা ধামরাই থানায় রাইটারের কাজ করেন।

সোনিয়া আক্তার ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স পরিক্ষায় সর্বোচ্চ সিজিপিএ  নিয়ে প্রথম স্থান অধিকার করেন এবং আইসিটিতে মাস্টার্স পরিক্ষায় সিজিপিএ’তে ৪ এর মধ্যে ৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

সোনিয়া আক্তার রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স পরীক্ষায় ৪ এর মধ্যে ৩.৫০ এবং মাস্টার্স পরিক্ষায় ৩.৩৬ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকার করে সেরাদের মধ্যে সেরা হয়েছেন।

সোনিয়া আক্তারের বাবা নজরুল ইসলাম বলেন, আমার স্বপ্ন আমার মেয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশের মানুষের কল্যানে কাজ করবে।

 

Loading