‘দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজে’

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , আগস্ট ১২, ২০২২

দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজে বলে জানিয়েছেন করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে মিরপুর ও শাহ্আলী থানার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা যখন বলেছি, দেশ শ্রীলঙ্কার মত ব্যর্থ হতে চলছে। তখন আমাদের মূর্খ বলেছে। আর এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেন? ডলার ও জ্বালানির দাম বেড়েছে কেন? ঋণের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ এর পেছনে ঘুরছেন কেন?

তিনি বলেন, মানুষ জানতে চায়, জ্বালানি খাতে কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। কারা এর সঙ্গে জড়িত? তাদের তালিকা প্রকাশ করে বিচারের মুখোমুখি করতে হবে।

জাপার এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সরকারের কিছু নেতা মনে করেন তাদের গালাগাল দেওয়া হচ্ছে। তারা আমাদের গালাগাল দিতে শুরু করেন। তারা বুঝতে চান না, দেশের মানুষ আর টালবাহানার নির্বাচন চায় না।

Loading