সপরিবারে করোনা মুক্ত শহীদ আফ্রিদি

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ , জুলাই ২, ২০২০

শহীদ আফ্রিদির করোনা আক্রান্তের খবরে প্রার্থনা করেছেন ঘোর শত্রু ভারতের মানুষও। দেশ-বিদেশের ভক্ত, সতীর্থরা তার জন্য প্রার্থনা করেছেন যেন দ্রুত সেরে ওঠেন করোনা থেকে।

গত ১৩জুন করোনা আক্রান্ত হবার কথা জানান আফ্রিদি। পাকিস্তানে করোনা আক্রান্তের শুরু থেকেই তার গড়া ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ থেকে বিভিন্ন এলাকায় ত্রান দিয়েছেন, ছুটে গিয়েছেন মানুষের দুয়ারে। তার আক্রান্ত হবার পরও থেমে নেই কার্যক্রম।আফ্রিদির সঙ্গে করোনা আক্রান্ত হন তার স্ত্রী ও দুই কন্যা আকসা এবং আনসা। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি জানিয়েছেন স্ত্রী ও দুই কন্যাসহ করোনা মুক্ত হয়েছেন তিনি।‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং দুই কন্যা আকসা ও আনসা করোনা পজিটিভ থেকে করোনা নেগেটিভ হয়েছে। আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ এবং শোকরিয়া সৃষ্টিকর্তার কাছে। এখন আমার পরিবারের কাছে ফেরার সময়। অনেক মিস করেছি ওদের।’

Loading