হজে খরচ বাড়লো ৫৯ হাজার টাকা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , মে ২৬, ২০২২

সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ালো। সৌদি আরবে হজের খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী জানান, ‘বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বাড়লো।’

৫৯ হাজার টাকা খরচ বাড়ার ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ বেড়ে হচ্ছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। প্যাকেজ-২ এ খরচ পড়বে জনপ্রতি ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

তিনি জানান, বেসরকারি খরচও বাড়লো ৫৯ হাজার টাকাই। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ কমে আসায় দু’বছর পর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন আর বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৫৮৫ জন এবার হজে যেতে পারবেন।

Loading