কালিহাতীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , মে ২৫, ২০২২

মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল: “কমিউনিটি পুলিশের অবদান, সামাজিক সমস্যার সমাধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের আয়োজনে সহদেবপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে ) বিকালে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদ হল রুমে সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.শরফুদ্দিন ,টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি কম, কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল হক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও বিকাশ প্রতারক চক্র, আইপিএল জুয়া, মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যা ও জমি নিয়ে বিরোধ ব্যাপক ভাবে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কালিহাতী থানা পুলিশ নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ ও জনতার সমন্বয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মানুষ সুফলতা ভোগ করছে।
বক্তারা আরও বলেন, পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পুলিশ কাজ করছে ফলে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কোন বিকল্প নেই। এ কারণে আপনাদের পাশে থাকা অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে অপরাধ নির্মূল করতে সহায়তা করুন।

কমিউনিটি পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Loading