অবশেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , মে ৯, ২০২২

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এর আগে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, দেশের জন্য যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

সোমবার বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, “প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।”

উল্লেখ্য, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই।ওই কর্মকর্তা আরও বলেন, দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে সহিংস রূপ নিয়েছে।

এর আগে, মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের প্রস্তাবে তার দলের সমর্থকরা কলম্বোতে একটি বড় বিক্ষোভের জায়গায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর হামলা চালায় এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ওপর কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।মূলত এর কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। সূত্র- আল জাজিরা।

Loading