৬ মাসের সন্তানকে গ্যালারিতে রেখে মায়ের হাফসেঞ্চুরি

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২২

পাকিস্তানের জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ মা হওয়ার মাত্র ৬ মাসের মাথায় খেলায় ফিরেছেন। মেয়েদের বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নেমে আলোড়নও সৃষ্টি করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম ম্যাচে ৬ মাসের কন্যা সন্তান ফাতিমাকে নিয়ে মাঠে ঢুকেছিলেন। যার কারণে ভারত-পাকিস্তানের বৈরী আবহাওয়াও ড্রেসিং রুমে স্থান পায়নি। ভারতীয় ক্রিকেটাররা ছুটে গেছেন ছোট্ট ফাতিমার প্রতি ভালোবাসা জানাতে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ মাসের বয়সী সন্তানের সামনেই ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক।

এদিন দলকে জেতাতে না পারলেও ১২২ বলে অপরাজিত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বিসমাহ। হাফসেঞ্চুরি ছোঁয়ার পর সেলিব্রেশনটাও করেন দারুণভাবে। বাচ্চাকে দুলুনি দেওয়ার ভঙ্গিতে উদযাপন করেছেন। মূলত মেয়ে ফাতিমার জন্য-ই তার এমন সেলিব্রেশন।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। এরপর পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজকে সঙ্গে নিয়ে বিসমাহ ৯৯ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে গেছেন ১৯০ রানে। বিসমাহ ৭৮ রানে অপরাজিত ছিলেন। যদিও বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে অস্ট্রেলিয়া ৯২ বল হাতে রেখে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে।

একমাত্র মেয়েকে সঙ্গে করেই এবারের বিশ্বকাপে এসেছেন বিসমাহ। সতীর্থরাও ফাহিমাকে নিয়ে বেশ আনন্দে রয়েছেন। মঙ্গলবার সন্তানের সামনে এবার হাফসেঞ্চুরিতে স্মরণীয় মুহূর্তের জন্ম দিলেন তিনি।

Loading