সারাদেশে বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ , মার্চ ৩, ২০২২
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি।
বুধবার (২ মার্চ) কেন্দ্রীয় এ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধা ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। কোথাও কোথায় বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।

জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ: দুপুরে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে বিএনপির সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটকে দেয় পুলিশ। ফলে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে ৩টার সমাবেশ করতে পারেনি বিএনপি। এসময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, কর্মসূচির অনুমতি না থাকায় তাকে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি।

দিনাজপুর: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এসময় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলাম, সাবেক এমপি আকতারুজ্জাম মিয়া ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকসেদ আলী মঙ্গলীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরায়: শহরের চৌরঙ্গী মোড়ে বিএনপির বিক্ষোভ ও সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করেছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, পুলিশি বাধা ভেঙে মিছিল করায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নাটোর: পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এর আগে বিএনপির সমাবেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা চালায়। এসময় তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চগড়: দুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্য দেন।

সাভার (ঢাকা): সাভারে বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে বিএনপির দাবি পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ: দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, শাহানা রহমান রানী, জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, সালাহউদ্দিন বুলবুল সিডল প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী: দুপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (দুলাল), সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল: পুলিশি বাধার কারণে দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বাসভবনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

পটুয়াখালী: শহরের হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। অনান্যের মধ্যে জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর মুনির হোসেন, কেন্দ্রীয় যুবদল কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা বিএনপি সদস্য মজিবুর রহমান টোটন, জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মো. তৌফিক আলী খান কবির সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা: বিকেল ৪টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

Loading