বশেমুরবিপ্রবি ছাত্রী ধর্ষণ, আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৭, ২০২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি করে বিক্ষপ্ত শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বশেমুরবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের প্রতিবাদে যখন ছাত্র সমাজ রাজপথে নামে সেই প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলার শিকার হন বশেমুরবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা। সেই হামলায় জড়িতদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করতে হবে।

শিক্ষার্থীর গণধর্ষণের বিচার চেয়ে চতুর্থ দিনের মতো অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২ঃ৩০ মিনিটের দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতীকী ফাঁসি কার্যক্রম অনুষ্ঠিত করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও দিনের কর্মসূচি হিসেবে ধর্ষণ বিরোধী প্রতিবাদী নাটক ও সন্ধায় মশাল মিছিল এর পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীদের আহত করে।

Loading