ভর্তুকি বাড়লেও সারের দাম বাড়বে না

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২২

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক বাজারে সারের অস্বাভাবিক দাম বাড়ার ফলে চলতি অর্থবছরে সারে ভর্তুকির ক্ষেত্রে ২৮ হাজার কোটি টাকা লাগবে। তারপরও দেশের কল্যাণে ও কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম বাড়াবেন না।’

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘সারে এ বছরে এখন পর্যন্ত ১৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এছাড়া জুন পর্যন্ত সারে ভর্তুকি লাগবে মোট ২৮ হাজার কোটি টাকা।

 

Loading