আফ্রিকায় কোভিড সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , জানুয়ারি ২১, ২০২২

আফ্রিকায় মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার হ্রাস পাচ্ছে। অমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এই প্রথমবারের মতো তা কমতে দেখা যাচ্ছে। 

জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

টানা ৫৬ দিন সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক দপ্তর জানায়, রোববার পর্যন্ত গত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের হার ২০ শতাংশ এবং মৃত্যু ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের পর ওই দপ্তর আরো জানায়, দক্ষিণ আফ্রিকায় গত চার সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোতেই অমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়।

তারা আরো জানায়, গত সপ্তাহে কেবলমাত্র উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়। ওই সপ্তাহে এ অঞ্চলের দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়।

ডব্লিউএইচও’র দেয়া তথ্য অনুযায়ী, এ মহাদেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ উভয় ডোজ টিকা গ্রহণ করেছেন।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মহাদেশটিতে এ পর্যন্ত মোট এক কোটি ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও ২ লাখ ৩৪ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ মহাদেশের মোট জনসংখ্যা ১শ’ ২০ কোটি।

Loading