ধামরাইয়ে অবৈধ স মিলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , জানুয়ারি ১৮, ২০২২

 

 

ঢাকার ধামরাইয়ে স মিলের বৈধ অনুমতি না থাকায় ৯ টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা বন বিভাগ।

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ টি স মিল রয়েছে। এর মধ্যে ৪০টি স মিলের সরকারিভাবে কোন ছাড়পত্র নেই। এসব স মিলের মালিকরা বন বিভাগে এমনকি সরকারিভাবে কোন রকম অনুমতি না নিয়েই দীর্ঘদিন ধরে স মিলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলা বন বিভাগের কর্মকর্তারা বার বার স মিলের লাইসেন্স নেয়ার জন্য তাগিদ দিয়ে আসলেও কোন কর্ণপাত করেননি স মিলের মালিকরা।
এসব স মিলের মালিকরা সরকারিভাবে অনুমোদন না নেয়ায় সরকার রাজস্ব আদায় থেকেও বঞ্চিত হচ্ছে। অপরদিকে যত্রতত্র ভাবে কাঠ চিরাই কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মোমিন বলেন, এ উপজেলায় ৬০টি স মিলের মধ্যে ২০ টি মিলের কোন অনুমোদন নেই। আমরা লাইসেন্স নেয়ার জন্য বারবার তাগিদ দিলেও স মিলের মালিকরা কর্ণপাত করেননি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই ৯ টি স মিলের আপাতত বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেছি। পর্যায়ক্রমে অনুমোদন বিহীন প্রতিটি স মিলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হবে।

Loading