পরিস্কার পরিচ্ছন্ন শহর বিনির্মানে মোহনগঞ্জ পৌরসভার যুগান্তকারী পদক্ষেপ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ , জানুয়ারি ৩, ২০২২

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ময়লা আবর্জনা ফেলার জন্য জেলায় এই প্রথম কোন পৌরসভা তাদের নিজস্ব অর্থায়নে জায়গা কিনে ময়লা ফেলার নির্দিস্ট স্থায়ী জায়গা তৈরি করার সকল প্রক্রিয়া সম্পন্ন করলো। সারা দেশেই উপজেলা পর্যায়ের পৌরসভায় এ ধরনের পদক্ষেপ বিরল।

মোহনগঞ্জ পৌরশহর সংলগ্ন ধনপুর এলাকায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য স্থায়ীভাবে ২০০ শতাংশ জায়গা ক্রয় করা হয়েছে।

২ জানুয়ারী মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন  ময়লা ফেলার জন্য বিশ কাটা জমি ক্রয় বাবদ ৩১,৮৭,৫৭৪/= টাকা বরাদ্দ করলেন।মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন ও পৌরসভার সচিব শৈবাল সাহার যৌথ স্বাক্ষরিত একটি চেক সম্বলিত ফেসবুক স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

মেয়র এডভোকেট লতিফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এ ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা করেছেন। তিনি তাকে মোহনগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জনান।

এলাকাবাসী এ ধরনের কার্যক্রমে খুশী। তাদের দীর্ঘদিনের এ দাবি পুরনের জন্য মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিফুর রহমান রতনকে ধন্যবাদ জানান।

 

 

 

Loading