সকল ধর্মের সংস্কৃতি রক্ষার্থে কাজ করা হচ্ছে—সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১২, ২০২১

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গারো সম্প্রদায়ের আশা-আকাঙ্খার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সকল ধর্মের সংস্কৃতি রক্ষার্থে কাজ করছে বর্তমান সরকার।

শনিবার (১১ডিসেম্বর) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, একাডেমির সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা’র সঞ্চালনায় নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ,আওয়ামীলীগ নেতাএডভোকেট প্রবীর মজুমদার চন্দন,আদিবাসী গবেষক মনিন্দ্রনাথ মারাক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন,দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সকল সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে সারাদেশে ৭ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমিকে আধুনিকায়ন করা হয়েছে।

ক্রমান্বয়ে এর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

দেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি স্হাপন করা হয়েছে।

সকল ধর্মের সংস্কৃতি রক্ষাও বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আধুনিকায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় কাজ করে যাচ্ছেন।

সংস্কৃতি রক্ষায় কাজ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে আদিবাসী শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এছাড়া ওয়ানগালা উপলক্ষে আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য মন্ডিত এক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে আদিবাসী নারীরা ফুল দিয়ে নেচে-গেয়ে বরণ করেন প্রধান অতিথিসহ একাডেমির সামনে তাদের কালচার অনুযায়ী ওয়ানগালা উৎসব অনুষ্ঠানে পূজা করেন পুরোহিত।

Loading