নেত্রকোণা হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২১

৯ ডিসেম্বর, নেত্রকোণা হানাদার মুক্ত দিবস। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচীতে পালিত হচ্ছে দিবসটি।

একাত্তরের এই দিনে জেলা শহরের কৃষি ফার্ম এলাকায় মুক্তিযোদ্ধা ও পাক-সেনাদের মধ্যে সন্মুখ যুদ্ধে হানাদার বাহিনী পিছু হঠে, মুক্ত হয় নেত্রকোণা।এ যুদ্ধে মুক্তিযোদ্ধা আবু খা, আব্দুর রশিদ ও আব্দুস সাত্তার শহীদ হন।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাস্কর্য প্রজন্ম শপথ ও স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,জেলাপরিযদ চেয়ারম্যান
বাবু প্রশান্ত কুমার রায় , নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল , জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম,মুখলেছুর রহমান খান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ।

Loading