স্বরচিত কবিতা

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ , নভেম্বর ১৩, ২০২১

নেপথ্যে
সামছুদ্দোহা ফরিদ
কোন কিছু থেকে কোন কিছু
এমনিতেই হয় না
মানুষ যা দেখে বা না দেখে
নয় সব মানুষের জানা।
ফুড়ন্ত অবাড়ন্ত সময় পরিধী
নির্দিষ্ট সীমারেখায় বাঁধা
অদম্য মানুষ পৃথিবীর রহস্যে
অতল ভূতলে পড়ে যায় ধাঁধা।
নেপথ্যের সূতোর টানে
সবই চলে সংগোপনে
নিয়তির কাছেই বন্ধি
সব কিছুই অমিমাংসিত
কারো কাছে নয় সন্ধি।
অবারিত প্রশ্নাতীত
বিজ্ঞ জন জ্ঞান শূন্য হিতাহিত
একমাত্র মহাজগতের দলিল
কোরআন মানে ফুরকান
গুঁছাতে পারে নেপথ্যের সমাধান
শত জনম অতিবাহিত হবে
কেবল মান মহানের ফরমান।
মানুষের মাঝে মিশে থাক
মানুষ কথাটি সার্থক করে
তোমার ভালো হবে হবেই
ভালো থাকবে মৃত্যুর পরে।

Loading