আশুলিয়ায় শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২১

ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল এর পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ভিডিও

৬ নভেম্বর শনিবার আশুলিয়া সদর ইউনিয়নের সাধুপাড়ায় পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর এর পক্ষে খেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমিন মন্ডল ।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন শাহীন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলী মিয়া, সহ-সভাপতি আব্দুল গফুর বেপারী, পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার বরকত আলী বেপারী, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নওয়াব হোসেন দেওয়ান, ঢাকা জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বন্ধু এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনায় ইঞ্জিনিয়ার নাহিদ এর উপস্থাপনায় ও আশুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নবী হোসেন নবীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় এক শূন্য গোলে আশার আলো এন্টারপ্রাইজ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাড়াগ্রাম উত্তরপাড়া ক্রীড়া সংঘ ফুটবল টিম ।

“মাদককে না বলি খেলাকে হা বলি” এই স্লোগানে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর রানার্স আপ আশার আলো এন্টারপ্রাইজ ফুটবল দলকে নগদ ১৯ হাজার টাকা ও চ্যাম্পিয়ন দল পাড়াগ্রাম উত্তরপাড়া ক্রীড়া সংঘ ফুটবল দলকে নগদ ১৫০০ হাজার টাকা পুরস্কার দেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রুহুল আমিন মন্ডল ।

Loading